দ্য রিপোর্ট প্রতিবেদক : অভিনয়শিল্পী সংঘের নির্বাচনকে উপলক্ষ করে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ হয়ে উঠেছিলো উৎসবমুখর। নবীন-প্রবীণ শিল্পীরা এসেছিলেন ভোট দিতে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর‌্যন্ত চলে ভোটগ্রহণ, এখন চলছে ভোট গণনা।

 

নির্বাচন কমিশনার কেরামত মওলা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৯৫ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে। এখন ভোট গণনা চলছে। ভোট গণনা শেষ হলেই ফলাফল জানানো হবে।

এবারের নির্বাচনে ১২টি পদের জন্য ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৬৬৫ জন। ইতোমধ্যে অর্থসম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন তানিয়া আহমেদ।

অভিনয় শিল্পী সংঘের প্রার্থী যারা :

সভাপতি : শহিদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম, ডিএ তায়েব ও গোলাম মোস্তফা।

সহ-সভাপতি : আজাদ আবুল কালাম, আদিত্য আলম, ইকবাল বাবু, তারিন জাহান, জাহিদ হোসেন শোভন, তানভীন সুইটি ও রফিকুল্লাহ সেলিম।

সাধারণ সম্পাদক : আহসান হাবিব নাসিম, মীর সাব্বির ও সিদ্দিকুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক : আনিসুর রহমান মিলন, আশরাফ কবির, কামাল হোসেন বাবর, নূর মোহাম্মদ, রওনক হাসান ও সুমনা সোমা।

সাংগঠনিক সম্পাদক : লুৎফর রহমান জর্জ ও শহিদ আলমগীর।

অর্থ সম্পাদক : তানিয়া আহমেদ (বিনা ভোটে নির্বাচিত)।

প্রচার প্রকাশনা সম্পাদক : ঊর্মিলা শ্রাবন্তী কর ও শাহরিয়ার নাজিম জয়।

দফতর সম্পাদক : তানভীর মাসুদ ও শামস্ সুমন।

অনুষ্ঠান সম্পাদক : এসএম আরমান পারভেজ, বন্যা মির্জা, শহীদুল আলম বাবু ও হাসান জাহাঙ্গীর।

আইন কল্যাণ সম্পাদক : শামীমা ইসলাম তুষ্টি ও শিরীন বকুল।

তথ্য প্রযুক্তি সম্পাদক : ওমর আয়াজ অনি ও আদনান ফারুক হিল্লোল।

কার্য নির্বাহী পরিষদের সদস্য : আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, ওয়াসিম যুবরাজ, জাকিয়া বারী মম, নওশীন, নিকুল কুমার মণ্ডল, মাহমুদ মোস্তফা, আফতাব উদ্দিন খান, নির্জন আজাদ, মুকুল সিরাজ, শেখ মেরাজুল ইসলাম, সনি রহমান, সেলিম মাহবুব, সুজাত শিমুল ও হুমায়ুন কাবেরী।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ১০, ২০১৭)