পাভেল রহমান, দ্য রিপোর্ট : জাহাঙ্গীরনগর থিয়েটার প্রবর্তিত নাট্যজন সম্মাননা পাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী ও নাট্যব্যাক্তিত্ব আসাদুজ্জামান নূর। একই মঞ্চে আলোক কুমার রায় স্মৃতি পদক প্রদান করা হবে। এ পদক পাচ্ছেন তরুণ মেধাবী নাট্য নির্দেশক বাকার বকুল। দলটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন দ্য রিপোর্টকে এই তথ্য জানান।

নাজমুল বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে আগামীকাল রবিবার(১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সম্মাননা ও পদক প্রদান অনুষ্ঠান হবে। একই সন্ধ্যায় মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজনা ‘ট্রেন টু পাকিস্তান’।’

‘নিঃশব্দ থামাও, থামাও এই মর্মঘাতী করুণ বীণা‘- স্লোগান নিয়ে জাহাঙ্গীনগর থিয়েটার আয়োজন করেছে ৯ দিনব্যাপী নাট্যোৎসব। গত ৪ ফেব্রুয়ারি এই উৎসব শুরু হয়েছে। রবিবার সম্মাননা, পদক প্রদান এবং নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।

এই উৎসব উপলক্ষে জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চে এনেছে নতুন নাটক ‘হাত হদাই’। সেলিম আল দীনের লেখা এই নাটকটি গত ৬ ফেব্রুয়ারি প্রথম প্রদর্শনী হয়। উৎসবে ঢাকার বটতলা, থিয়েটার আর্ট ইউনিট, প্রাঙ্গণেমোর নাটক মঞ্চস্থ করেছে।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ১১, ২০১৭)