মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় বসবাসকারী কাগজপত্রহীন বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকরা নতুন করে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী।

অভিবাসন মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই নিবন্ধনে নতুন শ্রমিকরা প্রাথমিকভাবে এক বছরের জন্য ই-কার্ড (এনফোর্সমেন্ট কার্ড) পাবেন।

ই-কার্ড নিবন্ধন হবে বিনামূল্যে। শুধু পাঁচটি সেক্টরের জন্য ই-কার্ডের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো- প্লানটেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল, কনস্ট্রাকশন ও সার্ভিস সেক্টর। মালয়েশিয়ার যেকোনো প্রদেশের অভিবাসন কেন্দ্র থেকে এ নিবন্ধন করতে পারবেন কাগজপত্রহীন শ্রমিকরা।

ই-কার্ডের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে গত বছর থেকে শুরু হওয়া রি-হায়ারিং পদ্ধতিতে শ্রমিকরা নির্দিষ্ট মালিকের মাধ্যমে বৈধ ভিসা করতে পারবেন।

মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম 'ডেইলি সান'কে অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, 'অর্থনৈতিক বিভিন্ন খাতে শ্রমিক সংকটের কারণে সরকার কাগজপত্রহীন শ্রমিকদের নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে।'

অন্যদিকে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদী স্থানীয় 'দি স্টার অনলাইন' পত্রিকাকে বলেন, 'আমরা এই সুযোগ দিচ্ছি যাতে অবৈধ শ্রমিকরা তাদের কর্মস্থলে ফিরে যান এবং তাদের কাজে কোন বিঘ্ন না ঘটে।'

যাদের পারমিট নেই, এবং যারা রি-হায়ারিং প্রোগ্রামের আওতায় নিবন্ধন করেননি তারা ই-কার্ডের জন্য নিজ নিজ মালিকের মাধ্যমে নিবন্ধন করে নিতে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতারা।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)