দ্য রিপোর্ট প্রতিবেদক : দিনের কর্মব্যস্ততার মাঝে গত দুই দিন উৎসবমুখর কেটেছে রাজধানীর মানুষের। পয়লা ফাল্গুনে উৎসবে মাতে সবাই। সেই রেশ ধরেই আজও নগরের অলিতে-গলিতে দেখা গেছে মানুষের প্রাণচাঞ্চল্য। সবার মাঝেই উৎসবের আমেজ।

দ্বিতীয় ফাল্গুনে (মঙ্গলবার) ছিল ভালোবাসা দিবস। যদিও কেউ কেউ দিনটিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবেও পালন করেন।

এদিন রাজধানীর কলাবাগান মাঠে ভালোবাসা দিবসকে উপলক্ষ করে আয়োজন করা হয়েছিল ‘লাভ ইন দ্য এয়ার কনসার্ট’। বিকেল সাড়ে চারটায় শুরু হয় এ আয়োজন।

ঈগলুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কনসার্টে গান করেন বাপ্পা মজুমদার। একই আয়োজনে ছিল গানের দল জলের গানের পরিবেশনা।

জলের গান পরিবেশন করে তাদের জনপ্রিয় গান- এমন যদি হতো, বকুল ফুল’সহ বেশ কিছু গান। অন্যদিকে বাপ্পা মজুমদারও তার জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)