দ্য রিপোর্ট প্রতিবেদক : বুধবারের (১৫ ফেব্রুয়ারি) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন লুজারের শীর্ষে উঠে এসেছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। এ দিন কোম্পানির ইউনিটের দর কমেছে ৯.৮৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ইউনিটের সমাপনী মূল্য ছিল ১২.২ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১১ টাকায়। এদিন কোম্পানির ইউনিট ১১ টাকা থেকে ১১.৭ টাকায় লেনদেন হয়।

টপ টেন লুজারে উঠে আসা অপর ইস্যুগুলোর মধ্যে- আরএকে সিরামিকসের ৬.৯৩ শতাংশ, সাভার রিফ্রেকটরিজের ৬.৭০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪.৬১ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৩.৬৮ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৬৫ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৩.২৩ শতাংশ, জুট স্পিনার্সের ৩.১৬ শতাংশ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২.৮২ শতাংশ ও বে লীজিংয়ের ২.৫৭ শতাংশ দর কমেছে।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)