নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার বিল কুরিল্লা গ্রাম থেকে মো. মুরাদ হোসেন (১১) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুরাদের সৎ মা অঞ্জনা, বাবা আব্দুর রাজ্জাক ও প্রতিবেশী সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদের বাড়ির পাশের একটি ফাঁকা জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মুরাদ উপজেলার বিল কুরিল্লা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মান্দা থানার (ওসি) আনিসুর রহমান জানান, মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল মুরাদ। বুধবার বিকেলে প্রতিবেশীরা মুরাদের বাড়ির পাশের জঙ্গলে বস্তাবন্দি লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি জানান, মুরাদের জন্মের পর মুরাদের মাকে তালাক দেয় তার বাবা আব্দুর রাজ্জাক। তালাকের পর পাশের গ্রামের অঞ্জনা নামে একটি মেয়েকে বিয়ে করে রাজ্জাক। বিয়ের এক বছরের মাথায় একটি ছেলে সন্তান হয় তাদের। এরপর থেকেই সৎ ছেলে মুরাদকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে থাকে মুরাদের সৎ মা অঞ্জনা।
পুলিশের ধারণা, এরই ধারাবাহিকতায় মুরাদকে হত্যা করতে পারে তারা। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)