দ্য রিপোর্ট প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তুহিন হোসেন নির্মাণ করেছেন নাটক ‘উত্তরাধিকার’। সারওয়ার রেজা জিমির লেখা এই নাটকটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার, জহুরুল ইসলাম কিছলু, ডেইজি আহামেদ’সহ অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, চর্যা দেশের বাইরে পড়াশোনা করে সম্প্রতি বাংলাদেশে এসেছে একটি নির্দিষ্ট এলাকায় ভাষার বিবর্তন নিয়ে গবেষনা করার জন্য। তার এই গবেষনা মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকে নয় শুধু মাত্র একাডেমিক চিন্তা থেকে।

নতুন একটা জায়গায় এসে তথ্য সংগ্রহ করতে গিয়ে চর্যা সুবিধা করে উঠতে পারে না। চর্যার কাজে সহযোগিতার হাত বাড়ায় স্থানীয় স্কুল শিক্ষক বরকত। চর্যা বরকতের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা দেখতে পায়।

চর্যা বুঝতে পারে সে একটা ভুলের মধ্যে ছিলো এতোদিন। বরকতের উপর নির্ভরশীলতার পাশাপাশি একটা শ্রদ্ধারও জন্ম নিয়েছে, যেটাকে ভালোবাসাও বলা যেতে পারে।

চর্যা বুঝতে পারে এই ভাষা তার উত্তরাধিকার। এমনই যোগ-বিয়োগের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া গল্পের শিরোনাম ‘উত্তরাধিকার’। নাটকটি বেসরকারী টিভি চ্যানেল ‘এনটিভি’তে ২১শে ফেব্রুয়ারি রাত ৯টায় প্রচার হবে।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)