ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদের ‘মানুষ’ নামের ৫ম কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সুপারের বাসভবনে কাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তার মা ফাতেমা আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার কবি ফারহাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ, ফারহাত আহমেদের বাবা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ফারুক উদ্দিন আহমেদ, কবির চাচা চিকিৎসক কামাল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, কবিতা বইয়ের প্রকাশক ড. গোলাম সারোয়ার সম্রাট, সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলু, ফজলে ইমাম বুলবুল ও আরও অনেকে।

এর আগে পুলিশ সুপার ফারহাত আহমেদের অর্ধসত্য, বিশ, কৃষ্ণকাব্য ও বাঘ বাঙ্গালি নামে ৪টি কবিতার বই প্রকাশিত হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৭)