মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার ফুলবাড়ি লক্ষিখোল গ্রামে গরু ডাকাতি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে ৮ গরু ডাকাত আটক হয়েছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গরুর মালিক আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- জামালপুর জেলার ইসলামপুরের আবব্দুল লতিফ (৩২), ফরিদপুর জেলার কানাইপুরের সবুজ (৩২), মুন্না (৩০), দিদার (৩৬), রেজাউল (৩০), জামাল (৩০), বোয়ালমারীর কামাল (২০) ও পাবনা জেলার বাঘমারীর জালাল (৩০)।

আহত গরুর মালিক রবিউল ইসলাম দ্য রিপোর্টকে জানান, গভীর রাতে ৬/৭ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে বাড়ির সকলকে বেঁধে গরু নিয়ে ট্রাকে জমা করে। এ সময় তার ভাই মিজানুর মোল্লা, তুহিন মোল্লা ও কুদ্দুস মোল্লা ডাকাত বলে চিৎকার করলে ডাকাতরা বোমা ফাটিয়ে পালানোর সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে।

মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফুলবাড়ি লক্ষীখোল গ্রামে ট্রাক নিয়ে ৬টি গরু ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করলে ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় এলাকাবাসী জোট হয়ে ৮ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশ হেফাজতে ডাকাতসহ ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।

(দ্য ‍রিপোর্ট/কেএনইউ/এআরই/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৭)