দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের পাঠসূত্রের স্টলে পাওয়া যাচ্ছে সোপানুল ইসলাম সোপানের উপন্যাস ‘মনের নির্বাসন’। স্টল নম্বর ৪৫০-৪৫১। বইটি প্রকাশ করেছে কমন রুম। এটি সোপানের প্রথম উপন্যাস।

তথাকথিত সভ্যতার দাপটে মানুষের মন যে আজ নির্বাসিত। এই উপন্যাসের একটা বড় অংশ জুড়ে তার ব্যাখ্যা-বিশ্লেষণ রয়েছে। উপন্যাসটির লেখক সোপানুল ইসলামের ভাষ্য, তিনি এই উপন্যাসের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোপানুল ইসলাম সোপান ব্রাহ্মণবাড়িয়ায় একটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ দিন ধরে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৭)