দ্য রিপোর্ট ডেস্ক : এবারের অমর একুশে গ্রন্থমেলায় এসেছে কথা সাহিত্যিক মোস্তফা কামালের ইতিহাসভিত্তিক উপন্যাস ‘অগ্নিকন্যা’। বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স।

‘অগ্নিকন্যা’ প্রতীকী নাম। ১৯৪৭ থেকে ১৯৬৬ সালের মধ্যে ঘটে যাওয়া দেশভাগের জটিল অঙ্ক, কুটিল রাজনীতির প্যাঁচ, প্রাসাদ ষড়যন্ত্র, বঞ্চনার ভেতরের কাহিনী এতে ফুটে উঠেছে।

বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রূব এষ। মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।

ভাষা-রীতি ও কুশলী উপস্থাপনায় উপন্যাসটি হয়ে উঠেছে চিত্তাকর্ষক। বর্ণনা করা হয়েছে প্রাঞ্জল ভাষায়। উপন্যাস পড়তে গেলে চরিত্রগুলোকে আর ঐতিহাসিক মনে হয় না। লেখক যেন প্রতিটি চরিত্রকে তুলে এনেছেন অনন্য সৃষ্টিশীলতায়। জীবন্ত করেছেন তাদেরকে। সাহিত্যের নানা শাখায় আড়াই দশক ধরে বিচরণ করছেন মোস্তফা কামাল। লেখক জানিয়েছেন, ‘অগ্নিকন্যা’ প্রথম খণ্ড লেখা হয়েছে। আরও দুটি খন্ড লেখার ইচ্ছা আছে তার।

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)