লক্ষ্মীপুর প্রতিনিধি : সৌদিতে সড়ক দুর্ঘটনায় আবুল খায়ের (৩৩) ও দুলাল নামের ২ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আবুল খায়েরের শ্বশুর মুনছুর আহমদ (৫২) আহত হয়েছেন।

বুধবার (১ মার্চ) রাত ৩টার দিকে সৌদি আরবের হাইল প্রদেশে তাবুক রোডের দিলহান এলাকায় দুর্ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তার মৃত্যুর সংবাদ জানতে পারে তার পরিবার।

জানা যায়, আবুল খায়েরকে বিমানবন্দর থেকে নিতে আসে তার শ্বশুর মুনছুর আহমদ। আবুল খায়ের তার শ্বশুর মুনছুর ও দুলাল সৌদি আরব বিমানবন্দর থেকে টেক্সিযোগে বাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় খায়ের ও দুলাল মারা যান এবং মুনছুর আহত হন।

নিহত আবুল খায়ের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ রায়পুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং দুলালের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।

খায়েরের পরিবার সূত্রে জানা যায়, অভাবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে স’ মিলের কাজ ছেড়ে শ্বশুর ও পিতার দেওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা ঋণ করে (ফ্রি ভিসায়-শ্রমিকের কাজে) সৌদি আরব যান খায়ের। তার সংসারে পিতা, মাতা, ১০ ভাই-বোন, স্ত্রী ও রাহা নামে ৪ বছরের কন্যা শিশু রয়েছে।

নিহত আবুল খায়েরের স্ত্রী ফাতেমা আক্তার রূপা বলেন, অভাবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে বাবার সহযোগিতায় তাকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু ভাগ্যে তা হলো না। আমার মেয়েকে এখন কে দেখবে? আমি আমার স্বামীর লাশ সৌদি আরব থেকে ফিরে আনতে সরকারের সহযোগিতা চাই।

রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান পাঠান বলেন, আবুল খায়ের কর্মঠ ও ভালো মানুষ ছিলো। তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ও ক্ষতিপূরণ পেতে সরকারের সহযোগিতা কামনা করছি।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/এনআই/মার্চ ০২, ২০১৭)