দ্য রিপোর্ট ডেস্ক : মোটামুটি প্রতিটি শিশুই দৌড়-ঝাপ পছন্দ করে। এটি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য সহায়ক। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় উদ্বেগজনক তথ্য বেরিয়ে এসেছে। মা-বাবারা শৈশবে যে গতিতে ছুটত সে তুলনায় অনেক শিশুর গতি কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তথ্যটি আমেরিকান হার্ট এসোসিয়েশনের বার্ষিক সভায় তুলে ধরা হয়। এতে বলা হয় শিশুদের শারীরিক যোগ্যতা কমে এসেছে।

গবেষকরা এর জন্য প্রায় ৪৬ বছরের তথ্য বিশ্লেষণ করেন। এতে ২৮টি দেশের ২৫ মিলিয়ন শিশুর শারীরিক যোগ্যতাকে বিবেচনায় আনা হয়েছে।

ত্রিশ বছর আগের শিশুদের চেয়ে এখনকার শিশুরা গড়পড়তা প্রতি মাইলে ৯০ সেকেন্ড বেশি সময় নেয়। এই গবষেণায় রাখা হয়েছে নয় থেকে সতের বছর বয়সীদের। বলা হচ্ছে গতি কমার হার অনেক দেশে এর চেয়ে বেশি।

ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার স্কুল অব হেলথ সায়েন্সের প্রধান গবেষক ড. গ্রান্ট টমকিনসন জানান, ৩০ থেকে ৬০ ভাগের মধ্যে দৌড়ানোর ধৈর্য কমেছে। এর কারণ হলো মেদস্ফীতি।

পশ্চিমা দেশের সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়া, চীন ও হংকংয়ের মতো এশিয়ার দেশও এই সমস্যায় আক্রান্ত। টমকিনসন আরো বলেন, এই সমস্যা কাটাতে শিশুদের ব্যায়ামের অভ্যাস করাতে হবে।

(দ্য রিপোর্ট/এফএস/মার্চ ১৪, ২০১৭)