দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রবাসী পরিচালক শেখ আল মামুন নির্মাণ করেছেন প্রামাণ্য চলচ্চিত্র ‘স্বপ্ন যাত্রা’(Journey into the Dream)।

রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে (লিফট এর ৬) বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় ছবিটির কারিগরী প্রদর্শনীর আয়োজন করেছে জলজ মুভি।

নির্মাতা শেখ আল মামুন বলেন, ‘এই চলচ্চিত্রে আমরা ধারন করেছি তাদের গল্প যারা দুচোখ ভরা স্বপ্ন নিয়ে অপেক্ষা করে আছে বিদেশ যাওয়ার। বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির যুদ্ধে যোদ্ধা হওয়ার। বলেছি তাদের কথা যারা বিদেশে থেকে এখনো যুদ্ধ করে যাচ্ছেন নিজের, পরিবারের, দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।’

(দ্য রিপোর্ট/পিএস/মার্চ ১৫, ২০১৭)