সুমন্ত চক্রবর্তী, দ্য রিপোর্ট : এ যেন গ্রাম্য মেঠো পথ। থকথকে কাদায় ভরে গেছে পুরো রাস্তাটি। চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। তবে গ্রামের মেঠো পথগুলো কর্দমাক্ত হয় বৃষ্টি-বাদলের দিনে। কিন্ত বৃষ্টি থাকুক কিংবা নাই থাকুক, রাজধানী ঢাকার ডেমরা থানাধীন সানারপাড় এলাকার এই রাস্তাটির এমন কর্দমাক্ত চেহারা দেখা যাচ্ছে দিনের পর দিন। দুর্ভোগের শিকার হলেও বিকল্প পথ না থাকায় এ রাস্তাই ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীকে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল দশা থাকলেও তা দেখার যেন কেউ নেই।

ওই এলাকায় বাসিন্দা সৈয়দ মেহেদি হাসান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘রাস্তার এ অবস্থা বহুদিন ধরে। বৃষ্টি ছাড়াই কর্দমাক্ত থাকে রাস্তা। এতে এখানে চলাচলে সবার ভীষণ অসুবিধা হচ্ছে।’

কবে ভালো হবে সানারপাড় এলাকার এই রাস্তাটি? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই প্রশ্ন এলাকাবাসীর।

(দ্য রিপোর্ট/জেডটি/মার্চ ১৭, ২০১৭)