দ্য রিপোর্ট প্রতিবেদক : অনলাইন নিউজপোর্টাল যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক নববার্তার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম (জনি) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে শনিবার বিকেল ৩টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তিনি নিজেই মগবাজারের ইনসাফ বারাকা কিডনী হাসপাতালে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বারডেম হাসপাতালে যেতে বলেন। বারডেমে তার অবস্থার উন্নতি না হওয়ায়সন্ধ্যা ৬টায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক নববার্তার সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলমের নামাজে জানাজা রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় কাওরান বাজারস্থ আম্বর শাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৯টায় কাওরান বাজারে যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসের নিচে (বিএসইসি ভবন) শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ রাখা হবে।

জানাজা শেষে তার লাশ দাফনের জন্য পৈত্রিক নিবাস কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর টিক্কার চর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

(দ্য রিপোর্ট/এপি/মার্চ ১৮, ২০১৭)