দ্য রিপোর্ট প্রতিবেদক :  আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের জন্য আগামি ৩১ মে আবেদন শুরু হবে। চলবে ২৯ জুন পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ১৫ মার্চ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ব্যাংকটির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়।

ব্যাংকটির রাইট শেয়ার আবেদনে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি ১২ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। এদিন যারা ব্যাংকটির মালিকানা ধারন করবেন, তারা রাইট শেয়ারে আবেদন করতে পারবেন।

ব্যাংকটি অভিহিত মূল্য ১০ টাকা দরে ১টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে ৫৬ কোটি ৩৮ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫৬৩ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মূলধনের পর্যাপ্ততা ও বেসেল-৩ এর আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে।

ব্যাংকটি ২০১৬ সালের ৬ মাসের ব্যবসায় (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১.৬১ টাকা। আর ৩০ জুনে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছিল ২৪.৩৮ টাকা।

উল্লেখ্য ব্যাংকটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট।

(দ্য রিপোর্ট/আরএ/মার্চ ১৯, ২০১৭)