দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানোর সুবাদে রবিবার (১৯ মার্চ) কলম্বোতে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এটি ছিল বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। মুশফিকবাহিনীর কৃতিত্বে তাই দেশের শততম টেস্ট ম্যাচটি জয়ের রঙে রঙিন হয়েছে। দেশকে এমন জয় উপহার দেওয়ায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

কলম্বোর মাটিতে বাংলাদেশ দল জয় পাওয়ার পর এক অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেছেন, ‘শ্রীলঙ্কার মতো শক্তিশালী ক্রিকেট দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে-একাগ্রতা ও মনোবল বজায় রাখলে যে কেউ বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছতে সক্ষম হয়। আমি বাংলাদেশি টাইগারদের নিয়ে গর্বিত ও আবেগাপ্লুত। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে আমি দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’

অপর এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/জেডটি/এনআই/মার্চ ১৯, ২০১৭)