বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২টি অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২০ মার্চ) ভোরে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের কুলাতলি পাহাড়ের অরণ্যে একটি পরিত্যক্ত আস্তানা থেকে ২টি এলজি রাইফেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটট করা যায়নি।

ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান সলিডারিটি অর্গানাইনেজশন (আরএসও) সদস্যদের। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আনোয়ারুল আজিজ জানান, পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাস দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

(দ্য রিপোর্ট/এম/মার্চ ২০, ২০১৭)