দ্য রিপোর্ট প্রতিবেদক :  সমাজ নারীকে মানুষ হিসেবে দেখে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নারীদের মন মানসিকতার পরিবর্তন দরকার। নিজেদের মন মানসিকতার পরিবর্তন করতে না পারলে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে না। সভা সেমিনারসহ অনেক কিছুই হচ্ছে। কিন্তু নারীদের মন মানসিকতা পাল্টায়নি। প্রতিদিন প্রতি পদে পদে তারা অন্যায়কে মেনে নেয়।

সোমবার (১৯ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘নারী-পূরুষ সমতায় উন্নয়নের মাত্রা-বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একশ্যান এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কনসার্নড উইম্যান ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সি ডাব্লিউ এফ ডি) এ আলোচনা সভা আয়োজন করে।

নারীদের সমাজে মানুষ হিসেবে দেখা হয় না। কোন আইনই নারী বান্ধব না বলেও মন্তব্য করেন ফারাহ।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সি ডাব্লিউ এফ ডি এর গভার্নিং কমিটির সদস্য আফিয়া আক্তার এবং ওয়াটার এইড বাংলাদেশ এর হেড অফ পলিসি অ্যান্ড এ্যাডভোকেসি সামিয়া আহমেদ। সভাপতিত্ব করেন এন জেন্ডারহেল্থ বাংলাদেশ কান্ট্রি অফিসের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ডা. আবু জামিল ফয়সাল।

(দ্য রিপোর্ট/এমএম/এমকে/মার্চ ২০, ২০১৭)