কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কিশোর ভ্যানচালক নিশান হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার  (২০ মার্চ) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- মিরপুরের সরূপদাহ গ্রামের কামাল হোসেন শেখ’র ছেলে সন্টু শেখ (২১) ও সমেজ্জল কারিগরের ছেলে মাহবুল ইসলাম (২২)।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট অনুপ কমার নন্দী জানান, ২০১৫ সালের ২৫ জুলাই রাতে মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা এলাকায় একটি কলা বাগানে পোড়াদহের ইনামূল হকের কিশোর ছেলে পাখি ভ্যানচালক নিশান (১৪) কে গলা কেটে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে রায় প্রদান করেন।

(দ্য রিপোর্ট/এমকে/মার্চ ২০, ২০১৭)