মাগুরা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার (২১ মার্চ) মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। জনসভা সফল করতে ইতোমধ্যে ফলক ও মঞ্চ প্রস্তুতকরণসহ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এ জনসভাকে কেন্দ্র করে মাগুরা শহরের বিভিন্নস্থানে আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ নির্মাণ করা হয়েছে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে।

জানা গেছে, প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকাল ৩টায় স্টেডিয়ামের জনসভা মঞ্চের পাশে ফলক উন্মোচনের মাধ্যমে মাগুরায় ৩২৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে গৃহীত ও সম্পন্ন হওয়া ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও গণপূর্ত বিভাগসহ বিভিন্ন অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা স্টেডিয়ামে প্রস্তুতকৃত ফলক উন্মোচনের মাধ্যমে ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত হওয়া ১৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানিক উদ্বোধনের জন্য অপেক্ষমান সম্পন্ন হওয়া প্রকল্পগুলো হচ্ছে-২৬ কোটি ৫৯ টাকা ব্যয়ে নির্মিত মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ৩০ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, ৩ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহাম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ৫ কোটি ৩৮ লাখ ব্যয়ে নির্মিত সদর উপজেলার মঘি ইউপি অফিস হতে আন্দোলবাড়িয়া সড়কে ফটকি নদীর উপর ১০০.১০ মিটার ব্রিজ নির্মাণ, ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সদর উপজেলার কাটাখালী জিসি-ইছাখাদা আর এন্ড এইচ পর্যন্ত প্রায় ৯.৭১ কিলোমিটার সড়ক, ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩০.৫০ মিটার নতুন বাজার সেতু, ৮ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ৩৫০ ঘনমিটার প্রতি ঘন্টা ক্ষমতা সম্পন্ন ভূগর্ভস্থ পানি শোধনাগার, ২৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম, ১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রশাসনিক ভবন, ৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সদর উপজেলার বেলনগর এলাকায় হেচারীসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার(তৃতীয় পর্যায়), ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের জন্য আধুনিক প্রশিক্ষণ ভবন ও অতিথিশালা, মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং ৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে কাজ সম্পন্ন হওয়া ৫০ শয্যার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণ, মাগুরা টেক্সটাইল মিল, আড়পাড়া ৪ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ভবন।

একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭৭ কোটি ১১ লাখ টাকা ব্যয়ের মোট ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত ৯টি উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে-৪ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য মাগুরা আঞ্চলিক পার্সপোর্ট অফিস ভবন, ৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে শালিখা উপজেলাধীন বুনাগাতি হতে বৈরইল পলিতা সড়কে নালিয়া ঘাটে ফটকি নদীর উপর ৯৬ মিটার ব্রিজ নির্মাণ, ৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে শালিখা উপজেলাধীন বরইচারা আটিরভিটা-বরইচারা বাজার সড়কে ফটকি নদীর উপর ৬৬ মিটার ব্রিজ নির্মাণ, ৮ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে শালিখা উপজেলার বাউলিয়া-শরশুনা সড়কে চিত্রা নদীর উপর ৯৬ মিটার ব্রিজ নির্মাণ, ৯১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে জাতীয় মহাসড়কের (এন-৭) মাগুরা শহর অংশ ৪ লেনে উন্নিতকরণ, ২৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে মাগুরা পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পাশে পাঁচ এর জায়গায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিইবেশন সেন্টার, ৪১ লাখ টাকা ব্যয়ে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়াম এবং ৪১ লাখ টাকা ব্যয়ে কাজ শুরু হতে যাওয়া শালিখা উপজেলায় মিনি স্টেডিয়ামের এর ভিত্তিপ্রস্তর স্থাপন।

সব (নির্মিত ও নির্মিতব্য) মিলিয়ে মোট ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর জানিয়েছেন, জনসভার সকল প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাগুরাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান বলেছেন, ‘মাগুরার প্রত্যন্ত অঞ্চলে দলীয় সভা, সমাবেশের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে।’

(দ্য রিপোর্ট/জেডটি/মার্চ ২০, ২০১৭)