দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে  মাইক্রোবাসের ধাক্কায়  মা-মেয়েসহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে  ২ জনের অবস্থা গুরুতর। সোমবার (২০ই মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনা ঘটে। পথচারীরা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

আহতরা হলেন- রোকেয়া বেগম (৪৫) ও তার মেয়ে ফারহানা ইসলাম দিশা (২৪), কাঁচামাল বিক্রেতা জহিরুল ইসলাম (৪৫), রিকশাচালক আলমগীর (৪০) ও জাহিদুল ইসলাম (৩৮)।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান জানান, একটি সাদা রংয়ের মাইক্রোবাস শহীদ মিনারের সামনের সড়কে কিছু রিকশা ও পথচারিদের ধাক্কা দেয়। এতে তারা আহত হয়। এই ঘটনায় স্থানীয় লোকজন মাক্রোবাসটিকে ভাঙচুর করেছে। চালক ও মাক্রবাসটিকে আটক করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে রিকশাচালক জাহিদুল ও রিকশা আরোহী ফারহানার অবস্থা গুরুতর।

আহত রোকেয়া জানান, ঢামেক হাসপাতাল থেকে রোগি দেখে মেয়েকে নিয়ে রিকশা যোগে হাতিরপুলের বাসায় ফেরার পথে শহীদ মিনারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/আরএস/এপি/মার্চ ২০, ২০১৭)