দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে রিফান্ড ওয়ারেন্ট ও এলোটমেন্ট লেটার বিতরণ করেছে এমারেল্ড অয়েল কর্তৃপক্ষ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৩টি ব্যাংকের অনলাইনের মাধ্যমে ৮ লাখ ৯৬ লাখ ৪৪৭টি আবেদন, ৬ লাখ ৯১ হাজার ৪৭৭টি আবেদন বিনিয়োগকারীদের হাতে হাতে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১৩ হাজার ২৫২টি রিফান্ড ওয়ারেন্ট ও এলোটমেন্ট লেটার পাঠানো হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি স্পিড এক্সপ্রেস, সময় এক্সপ্রেস লিমিটেড, বাংলা কুরিয়ার সার্ভিস, ডেল্টা কুরিয়ার সার্ভিস, ফেইথ কুরিয়ার সার্ভিস, কন্টিনেন্ট এক্সপ্রেস, টপ এক্সপ্রেস, ভিশন এক্সপ্রেস, একুশে এক্সপ্রেস, মধুবন কুরিয়ার সার্ভিস এবং বসুমতি এক্সপ্রেসের মাধ্যমে রিফান্ড ওয়ারেন্ট এবং এলোটমেন্ট লেটার পাঠানো হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এমারেল্ড অয়েলের আইপিও লটারি অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)