মালয়েশিয়া প্রতিনিধি : প্রবাস থেকে হুন্ডি, বিকাশ ও রকেট এজেন্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম জানান, অবৈধ পন্থায় টাকা পাঠানোর জন্য দায়ী ব্যক্তিদের দূতাবাসের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার রাতে কুয়ালালামপুরের আনকাসা হোটেলে রেমিট্যান্স হাউজগুলোর সন্মানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আয়োজিত ডিনারে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অবৈধ পন্থায় টাকা না পাঠাতে প্রবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ব্যাংক ও রেমিট্যান্স হাউজগুলোকে কাজ করার আহ্বান জানান কাউন্সিলর।

বৈধ উপায়ে প্রবাস থেকে দেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান আরাস্তু খান।

একই সঙ্গে হুন্ডিকে দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলেও জানান তিনি।

এ সময় তিনি ব্যাংক ও রেমিট্যান্স হাউজগুলোকে গ্রাহকদের বিশেষ বিশেষ স্কিমের আওতায় আনার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

ডিনারে যোগ দেন মালয়েশিয়ায় কাজ করা বিভিন্ন ব্যাংক ও রেমিট্যান্স হাউজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

(দ্য রিপোর্ট/এআরই/এপ্রিল ০৮, ২০১৭)