শাহাদাৎ হোসেন : এসেছে বাংলা নতুন বছর ১৪২৪। শুক্রবার পহেলা বৈশাখে নানা আয়োজনে চলছে বাংলা বর্ষবরণ উৎসব। বরাবরই এ উৎসব আয়োজনের কেন্দ্রে থাকে রমনা এলাকা।

তাই নববর্ষ পালনে নগরবাসীকে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেখা গেছে রমনা ও আশপাশের এলাকায়। রমনা লেকে ফায়ার সার্ভিস ও পুলিশ সার্বক্ষণিক স্পিডবোট দিয়ে নজরদারি করে। পুলিশের বিশেষ টিম সোয়াটকে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে দেখা গেছে।

কাউকে কাউকে গ্রামীণ নানা সাজে সেজে মানুষকে আনন্দ দিতে দেখা গেছে।

নিরাপত্তার জন্য সাধারণ মানুষকে লাইন ধরে রমনা পার্কে প্রবেশ করতে হয়েছে। এতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়, প্রচণ্ড গরমের মধ্যে মানুষের সারি শাহবাগ মোড় ছাড়িয়ে যায়।

বর্ষবরণ করতে তরুণীরা এসেছিলেন লাল-সাদা পোশাকে, মাথায় ছিল ফুলের টায়রা। কেউ কেউ সেলফি তুলতে মেতে ওঠেন।