দ্য রিপোর্ট প্রতিবেদক : যারা পহেলা বৈশাখের আনন্দ উৎসব ও মঙ্গল শোভাযাত্রাসহ দেশের মৌলিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন তারা বাংলাদেশের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (১৪ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্ষবরণ উৎসবে শুভেচ্ছা বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘পহেলা বৈশাখ এ দেশের মানুষের সার্বজনীন উৎসব। আবহমানকাল ধরে এদেশের মানুষ এই উৎসব পালন করে আসছে। সার্বজনীন এ উৎসবের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। পহেলা বৈশাখের আনন্দ উৎসবের মঙ্গল শোভাযাত্রায় মুসলমানিত্ব যাবে না। হিন্দুত্বও যাবে না।’

তিনি বলেন, ‘পহেলা বৈশাখ নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা রাজাকার, পাকিস্তানের দোসর ও দালাল, জঙ্গি এবং তেতুল হুজুরদের অনুসারী। দেশের ঐতিহ্য রক্ষায় রাজাকার, পাকিস্তানি দোসর ও দালাল, জঙ্গি এবং তেঁতুল হুজুরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশে থাকতে হলে পহেলা বৈশাখ, দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধসহ দেশের সব মৌলিক বিষয় মানতে হবে। যারা এসব মানবে না তারা এ দেশে থাকার অধিকার রাখে না।’

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও মোরসালিন নোমানী বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এমএম/এপ্রিল ১৪, ২০১৭)