ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইম অ্যাকশন (ডুমা) এর আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৭-১৯ এপ্রিল। ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এর মূল আয়োজন থাকলেও কেন্দ্রীয় শহীদ মিনার, কার্জন হল ও কলা ভবনের সামনে পথ-শো করা হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন এর পরিচালক মীর লোকমান।

সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়, আন্তর্জাতিক এ উৎসবে অংশ নিচ্ছেন শ্রীলঙ্কা, ভারত, চীন, ভূটানের জনপ্রিয় শিল্পীরা। এ ছাড়াও অংশ নিবেন বাংলাদেশে মূকাভিনয় চর্চারত ১০টি দল।

১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠান উদ্বোধন করার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধান বাহাদুর অলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনদিনের উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে দেশি-বিদেশি বিভিন্ন দলের মূকাভিনয় প্রদর্শনী। ১৯ এপ্রিল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কারের মাধ্যমে পর্দা নামবে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবের।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রাণ কনফেকশনারী লিঃ এর হেড অব মার্কেটিং শাখাওয়াত আহমেদ-সহ মাইম অ্যাকশনের সদস্যরা।

উল্লেখ্য, ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগানটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের যাত্রা শুরু হয়।

(দ্য রিপোর্ট/এপি/এপ্রিল ১৫, ২০১৭)