দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ১৬তম ম্যাচে গুজরাট লায়ন্সকে হারিয়ে জয়ের ধারা অব্যহত রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার (১৬ এপ্রিল) তারা জয় পেয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে। এই সুবাদে চলতি আসরে এখন পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে মুম্বাই।

এদিন ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাটের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় মুম্বাই। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেছেন নিতিশ রানার। ২৯ বলে ৪০ রানের অপরাজিত মূল্যবান এক ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া পোলার্ড ৩৯ ও জস বাটলার করেছেন ২৬ রান।

গুজরাটের পক্ষে ২টি উইকেট নিয়েছেন অ্যান্ড্রু টাই। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন, প্রবীর কুমার ও মুনাফ প্যাটেল।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলতে সক্ষম হয় গুজরাট। ব্রেন্ডন ম্যাককালামের হাফসেঞ্চুরি আর দিনেশ কার্তিকের ঝড়ো ইনিংসে ভর করে এই রান তোলে দলটি। ম্যাককালাম লাসিথ মালিঙ্গার বলে বোল্ডআউট হওয়ার আগে ৪৪ বলে ৬টি চার ও তিনটি ছক্কায় করেছেন ৬৪ রান। এছাড়া ২৬ বলে ২টি করে চার ও ছক্কায় অপরাজিত ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন দিনেশ কার্তিক।

মুম্বাইয়ের হয়ে ২টি উইকেট নিয়েছেন মিচেল ম্যাকক্লেনেঘান। আর একটি করে উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা ও হরভজন সিং।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/এপ্রিল ১৬, ২০১৭)