দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক প্রায় আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। বৃহস্পতিবারের (২০ এপ্রিল) পতনে সূচক এ অবস্থানে নেমে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৫২২ পয়েন্টে। যা চলতি বছরের ১২ ফেব্রুয়ারির মধ্যে বা ২ মাস ৯ দিনের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার ডিএসইতে ৫৫৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৬৮৪ কোটি ১৮ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ১২৬ কোটি ২৯ লাখ টাকার বা ১৮.৪৬ শতাংশ।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে ৮৩টি বা ২৫.৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৯৬টি বা ৫৯.৯৪ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি বা ১৩.৭৬ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। এ দিন কোম্পানির ২৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

লেনদেনে এরপর রয়েছে- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, সাইফ পাওয়ারটেক, বিডিকম অনলাইন, আইসিবি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আরএসআরএম স্টিল ও আইডিএলসি ফাইন্যান্স।

এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৩৬৯ পয়েন্টে। বাজারটিতে ৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তীত রয়েছে ২৯টির।


(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ২০, ২০১৭)