দ্য রিপোর্ট প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক শতবর্ষী আব্দুল্লাহ-হেল বাকীসহ সাতক্ষীরার চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কিনা, সে বিষয়ে আগামী ৯ মে আদেশ দেবেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল আদেশের এই দিন ধার্য্য করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। অপরদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

পরে প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের জানিয়েছেন, একজন বিচারপতি না থাকায় আদেশের এই নতুন দিন ধার্য্য করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- খলিলনগর থানার বাসিন্দা মোহাম্মদ আব্দুল খালেক মন্ডল (৭২), খান রোকনুজ্জামান (৬৪), জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান। এর মধ্যে আব্দুল খালেক মণ্ডল আগেই গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। চলতি বছর ১৭ মার্চ গ্রেফতার হওয়ার পর ১৯ মার্চ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন আব্দুল্লা-হেল বাকী। অন্য দুই আসামি পলাতক রয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি আব্দুল্লা-হেল বাকীসহ চারজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ২০১৫ সালের ৭ আগস্ট তদন্ত শুরু হয়। প্রায় দেড় বছর পর এই প্রতিবেদন চূড়ান্ত করা হলো। এ মামলায় সাক্ষী করা হয়েছে ৬০ জনকে।

(দ্য রিপোর্ট/কেআই/জেডটি/মার্চ ১৯, ২০১৭)