সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি ও উল্লাপাড়াতে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৯ এপ্রিল) রাতে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া পিরারচর ও উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সুজাগ্রামে এ ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলেন- বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউপির পিরারচর গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী ফেরদৌসী খাতুন (৪৫) ও উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সুজাগ্রামের গোলবার হোসেনের স্ত্রী জয়নব বেওয়া (৭০)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাতে ঝড়-বৃষ্টির সময় গৃহবধূ ফেরদৌসী খাতুন গরু রাখতে গোয়াল ঘরে যায়। এ সময় বজ্রপাতে তার ও গরুর শরীর ঝলসে যায়। এবং ঘটনাস্থলেই গরুসহ তার মৃত্যু হয়।

অপরদিকে জয়নব বেওয়ারের পুত্রবধূ মিতু খাতুন জানান, বুধবার রাতে তার অসুস্থ্য শাশুড়ী জয়নব বেওয়াকে চিকিৎসার জন্য উল্লাপাড়া মা ও শিশু সদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় বজ্রপাতের বিকট শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/একেএ/এমএইচএ/এপ্রিল ২০, ২০১৭)