দ্য রিপোর্ট প্রতিবেদক : আমরা বাংলাদেশের মানুষ সমালোচনাটা একটু বেশি করি। তবে একটা মানুষ ভাল কাজ করলে আমরা তাকে উৎসাহ দিতে ভুলে যাই। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজে বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে আন্তর্জাতিক নারী দিবসক উপলক্ষ কর্মক্ষেত্রে নারী পুলিশের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ উইমেন অ্যাওয়ার্ড-২০১৭ প্রদান অনু্ষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘নারী পুলিশদের ভাল কাজের সম্মান দিতেই বাংলাদেশ পুলিশ এ আয়োজন করেছে। আইজিপি গত বছর থেকে এ অনুষ্ঠানের আয়োজন করছেন যাতে করে নারী পুলিশ উৎসাহিত হন এবং আরও ভাল কাজে নিজেদের নিয়োজিত করতে পারেন।’

তিনি আরও বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে প্রথম শুরু করেছিলেন। তখন মাত্র ১৪ জন সদস্যকে নিয়ে নারী পুলিশ বাহিনী গঠন করা হয়। আজকে আমাদের নারী পুলিশ সংখ্যা ১১ হাজারেরও বেশি। ১০ পারসেন্ট নারী পুলিশ সদস্য আমরা নেব, সেজন্য কোটা ঠিক করে দিয়েছি। পুলিশ কনস্টেবল থেকে শুরু করে সব জায়গায় ১০ শতাংশ নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘নারী পুলিশ সদস্যরা শুধু দেশে নয়, জাতিসংঘ মিশনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর। তাই প্রত্যেক পুলিশ সদস্যদের নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে। আর সেক্ষেত্রে নারী-পুরুষ সদস্যদের সমান তালে এগিয়ে যেতে হবে। পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে জঙ্গিবাদ রুখে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের পুলিশ প্রশংসার দাবীদার।’

অনুষ্ঠানে পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল-আইজি) ফাতেমা বেগম, পুলিশ সুপার (এসপি-প্রশাসন) শেহেলা পারভীন, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রীপা রানী দাস, ডিএমপি খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) নাদিয়া জুঁই, র‌্যাব সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক শামীম আরা বেগম, তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের শিক্ষানবিস সার্জেন্ট পলি আক্তার, বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল আলিয়া খাঁ, সিএমপির কনস্টেবল মোছা. লতা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপনীয়) তাসমিয়াহ তাহলীল, পুলিশ স্টাফ কলেজ ঢাকা উপ-পরিচালক রওশন সাদিয়া আফরোজ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) সিনিয়র সহকারী কমিশনার নিশাত রহমান মিথুন, স্পেশাল পুলিশ ব্রাঞ্চ (এসবি) সহকারী পুলিশ সুপার শামসুর নাহার খানম, এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার, উইমেন সাপোরট সেন্টারের সহকারী পুলিশ সুপার সোনিয়া পারভীন, সিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের এসআই ইয়াছমিন আরা বেগম, বরগুনার এসআই জান্নাতুল ফেরদৌস, এআইজি প্রশাসন সুলতানা খানম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) মাহফুজা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রবাসী সহায়তা সেল) আসমা বেগম রিটা, এসবির এসআই মর্জিনা খাতুনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/এনআই/এপ্রিল ২০ , ২০১৭)