খুলনা প্রতিনিধি : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার বিভিন্ন স্থান থেকে ছয় আসামিকে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-রওশন শেখ (৭২), শেখ আ. রহিম (৬৮), শামছুর রহমান (৮২), শাহাজাহান সরদার (৬৭), আ. করিম শেখ (৬৫) এবং আবুবকর সরদার (৬৭)।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, গ্রেফতারকৃত ছয়জন জেলার ফুলতলা থানার একাত্তরের মানবতাবিরোধী মামলার আসামি। তারা ডুমুরিয়ায় বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের ডিবি অফিসে নেওয়ার পর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এম/এনআই/এপ্রিল ২১, ২০১৭)