মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে বজ্রপাতে আজাদ (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সে সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের শুক্কুর মিয়ার ধানের জমিতে কাজ করতেছিল।

নিহতের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানার মরিয়মপুর গ্রামে। তার পিতার নাম মো. খোকামিয়া।

সে দীর্ঘদিন যাবৎ সিরাজদিখান উপজেলার ক্ষিদিরপুর গ্রামের মোক্তার হোসেন মেম্বারের বাড়িতে স্ত্রী নুবেজা ও ৩ মেয়েকে নিয়ে বসবাস করত।

জানা যায়, শুক্রবার সকালে সে সহ জমিতে কাজ করতে যায় ৫ জন শ্রমিক। সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে তাড়াতাড়ি করে জমি থেকে বাড়ির দিকে যাচ্ছিল আজাদ। এ সময় হঠাৎ বজ্রপাতে তার বুক ঝলসে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ২১, ২০১৭)