দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের গুয়াহাটিতে গত বছর ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল দক্ষিণ এশিয়ায়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমস। সেই হিসেবে ১৪ মাস হয়েছে গেমসটি শেষ হয়েছে। আর এই এক বছরের বেশি সময় পর একটি পদক জেতার খবর পেয়েছে বাংলাদেশ।

ভারোত্তোলনের ৭৫ কেজিতে ব্রোঞ্জপদক পেয়েছে ওই ইভেন্টের চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের ভারোত্তোলক জহুরা আক্তার নিশি। এই ইভেন্টে ভারতের স্বর্ণজয়ী সুশীলা পানোয়ার ডোপ টেস্ট ধরা পড়ায় তার পদকটি বাতিল হওয়ায় এই পদখ পেয়েছেন নিশি।

এদিকে সুশীলার স্বর্ণপদকটি পাচ্ছেন সে সময়ের রূপাজয়ী শ্রীলঙ্কার ইশানি কালুথানত্রি। আর রৌপ্য পদকটি পাচ্ছেন নেপালের তারা দেবী।

উল্লেখ্য, এসএ গেমসের ভারোত্তোলনে একমাত্র বাংলাদেশের হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/মে ০৫, ২০১৭)