দ্য রিপোর্ট প্রতিবেদক : সুইস পেপার স্বাধীনতা দিবস টেনিসের মহিলা এককে সেমিতে উঠেছে জাতীয় টেনিস তারকা বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি। অন্যদিকে পুরুষ এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জাতীয় টেনিস কমপ্লেক্সের দেলোয়ার হোসেন।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার(১০ মে) আসরের তৃতীয়দিনে মোট ১০টি খেলা অনুষ্ঠিত হয়। যেখানে মহিলা এককের কোয়ার্টার ফাইনালের ৪ টি খেলা ছাড়াও পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডের ৬ খেলা অনুষ্ঠিত হয়।

রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় এদিন মহিলা এককে বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি ৬-২, ৬-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের রাজনিতা চৌধুরীকে, জেরিন সুলতানা জলি ৬-২, ৬-০  গেমেবিকেএসপির রিনভি আখতারকে, বিকেএসপির পপি আক্তার ৬-০, ৬-২ গেমে একই ক্লাবের ইতি আক্তারকে এবং বিকেএসপির ঈশিতা আফরোজ ৬-১, ৬-১ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের আয়েশা সুলতানা কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।

অপরদিকে পুরুষ এককে জাতীয় টেনিস কমপ্লেক্সের দেলোয়ার হোসেন ৬-২, ৬-৪ গেমে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের রুম্মন কে, তৃতীয় সীড আমেরিকান ক্লাবের মিলন হোসেন ৬-২, ৬-১ গেমে নরসিংদী টেনিস ক্লাবের দেলোয়ার হোসেনকে, চতুর্থ সীড রুবেল হোসেন ৭-৬, ৪-৬, ৬-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের হানিফ মুন্নাকে, পঞ্চম সীড ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় ৬-২, ৬-৩ গেমে মানিকগঞ্জ টেনিস ক্লাবের মো. সেলিমকে, সপ্তম সীড আমেরিকান ক্লাবের আরিফ হোসেন ৬-১, ৬-৪ গেমে অফিসার্স ক্লাবের মো: রানাকে, অস্টম সীড নরসিংদী টেনিস ক্লাবের আখতার হোসেন ৬-১, ৬-১ গেমে একই ক্লাবের ওমর ফারু সানিকে পরাজিত কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

উল্লেখ্য, স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ উপলক্ষে সুইস কোয়ালিটি পেপার (বাংলাদেশ) লি. এর পৃষ্ঠপোষকতায় গত ০৮ মে থেকে শুরু হয়েছে এ টেনিস প্রতিযোগীতা। যা চলবে আগামী ১৩ মে পর্যন্ত।

(দ্য রিপোর্ট/এজে/মে ১০, ২০১৭)