দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল স্থগিত এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর না করার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার সিনিয়র সহকারী জজ ২য় আদালতের নির্দেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্যে অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) আদালত থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ড এর চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে আদালত এই নির্দেশনা দেয়।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ‘আদালতের নির্দেশনা তো আমাদেরকে মানতেই হবে। আপাতত শুক্রবার শপথ অনুষ্ঠানটি স্থগিত করা হলো। আমরা আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। তবে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে চিঠি পায়নি।’

নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান ও প্রযোজক নাসিরুদ্দিন দিলু বলেন, ‘শুনেছি, রমিজ উদ্দিন নামের এক প্রযোজক-পরিবেশক আদালতের কাছে ফলাফল স্থগিত রাখার আবেদন করেছেন। বিষয়টি নিয়ে এখনই কোন মন্তব্য করতে চাই না।’

এদিকে নির্বাচনের সভাপতি পদে পরাজিত প্রার্থী ওমর সানী বলেন, ‘নির্বাচনের ফলাফলে যে অসঙ্গতি রয়েছে তার জন্য আমি নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম। পুনরায় ভোট গণনার পর তো দেখা গেছে ভোট গণনায় অসঙ্গতি রয়েছে। কার্যকরী পরিষদের একজন পরাজিত প্রার্থী পুনরায় ভোট গণনায় বিজয়ী হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ফলাফল কিংবা শপথগ্রহণ স্থগিতের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমি এখনো কিছু জানি না। তাই মন্তব্য করতে পারছি না। আমাকে একজন ফোন করে জানালো যে নির্বাচনের ফলাফল ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে আদালত। বিষয়টি ভালো করে জেনে আমি এ বিষয়ে মন্তব্য করবো।’

গত ৫ মে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুব্রত।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/এনআই/মে ১১, ২০১৭)