নারায়ণগঞ্জ  প্রতিনিধি :  সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‘শিক্ষার পাশাপাশি আমাদের সংস্কৃতিকেও প্রাধান্য দিতে হবে। কারণ সংস্কৃতি আমাদের চেতনাকে লালন করে।’

বুধবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে শিল্পকলা একাডেমির ভিত্তি প্রস্তর উদ্বোধনের সময় এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের দেশকে ২০২১ সালের ভিশন অনুযায়ী একটি উন্নত রাষ্টে পরিণত করতে উন্নয়নের ধারাকে গতিশীল ও শক্তিশালী করতে হবে। আর এই উন্নয়ন কারো একার নয়, এই উন্নয়ন আমদের সবার। অর্থনৈতিকভাবে উন্নয়ন হলেই কোন রাষ্ট্র উন্নত হয়ে যায় না। উন্নত হতে হলে সব খাতে উন্নত হতে হয়। তাই সবদিক দিয়ে উন্নত হতে হলে অন্যসব খাতের পাশাপাশি সংস্কৃতিতেও উন্নত হতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সংরক্ষিত নারী আসনের সাংসদ হুসনে আরা বাবলী, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের আহ্ববায়ক হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মে ১৭, ২০১৭)