দিরিপোর্ট২৪ প্রতিবেদক : কোরবানী ঈদ ও দুর্গাপূজা একসঙ্গে হলেও রাজধানীর অভিজাত শপিংমলসহ বিপনীবিতান প্রায় ফাঁকা। ক্রেতাদের ভীড় তেমন নেই। কেনা-বেচা না থাকায় ব্যাবসায়ীরাও বেশ হতাশ। দুই উৎসবকে ঘিরে ভালো ব্যবসা হওয়ার প্রত্যাশা করেছিল ব্যবসায়ীরা। কিন্তু তাদের প্রত্যাশা মোটেই পূরণ হচ্ছে না এ বছর।

রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি, আজিজ সুপার মার্কেট সব জায়গায় একই চিত্র দেখা গেছে।

রাজধানীর নিউমার্কেটের কাপড় ব্যবসায়ী মোঃ বিপ্লব দিরিপোর্ট২৪কে জানান, ‘ঈদ ও পূজা একসঙ্গে হওয়ায় আমাদের আশা ছিল এবার ভাল বিক্রি হবে। কিন্তু ক্রেতারা তেমন আসছে না।’

কেনাবেচা কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান,‘বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষজনের মাঝে এক ধরনের শঙ্কা রয়েছে। এ কারণে এ বছরে বেচা-বিক্রি কম।’

(দিরিপোর্ট২৪/ এমডি/ অক্টোবর ০৮, ২০১৩)