দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তুং হাই নিটিং অ্যান্ড ডাইং ও রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২ মে তুং হাই নিটিংয়ের শেয়ার দর ছিল ১৫ টাকা। যা ১৭ মে লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৬.৬ টাকা। এ হিসাবে কোম্পানির ১০ কার্যদিবসে শেয়ার দর বেড়েছে ১.৬ টাকা বা ১১ শতাংশ।

এদিকে ২ এপ্রিল রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর ছিল ২১.৩ টাকা। যা ১৭ মে লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩১.২৬ টাকা। এ হিসাবে কোম্পানির ৩১ কার্যদিবসে শেয়ার দর বেড়েছে ৯.৯৬ টাকা বা ৪৭ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/মে ১৮, ২০১৭)