জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের সহকারী অধ্যাপক আল জাবিরকে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

বুধবার (১৭ মে) অধ্যাপকের মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে (০১৮৮২০৮৪৮৭৯) কল করে নগদ অর্থ আদায়ের দাবি করে। এর আধা ঘণ্টা পরে মেজর বাহিনীর লোক পরিচয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি (০১৭০৮৬৬৮৭১৯) ফোন করে তাকে হত্যার হুমকি দেয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আলজাবির দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তিনি মুক্তিযোদ্ধার সন্তান। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী যারা তাকে হত্যার হুমকি দিয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য রিপোর্টকে জানিয়েছেন, এ বিষয়ে বুধবার রাতে ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এম/মে ১৮, ২০১৭)