বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ ও মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের দুই শিক্ষককে লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, গত ৬ মে মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মারজিয়া রহমান পিতার মৃত্যুর খবর পেয়ে তাঁর স্বামীর সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহমুদুল আলমসহ স্বপরিবারে বাড়ি যাচ্ছিলেন। এসময় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ী তাদের গাড়িকে সামান্য ধাক্কা দিয়ে সামনে গিয়ে দাড়ায়। পরে ইউএনওয়ের গাড়ির ড্রাইভার বেরিয়ে এসে ওই গাড়ির ড্রাইভারসহ শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগাল করে। বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিচয় জানা সত্ত্বেও গাড়িতে বসে থাকা ইউএনও আবুল কালাম মো. শাহীন এসময় কোন প্রতিবাদ করেননি বলে অভিযোগ করা হয়।

এর প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা মানবন্ধন করে ইউএনও আবুল শাহীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে ইউএনও আবুল কালাম মো. শাহীনের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধনেরনি।

(দ্য রিপোর্ট/এজে/মে ১৮, ২০১৭)