দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ মে) এক তথ্য বিবরণীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৫টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন মাসুম রেজা। এবার দুই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন তিনি। রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্রের শ্রেষ্ঠ কাহিনীকার এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি।

তবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে মাসুম রেজার সঙ্গে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ)।

মাসুম রেজা বলেন, ‘প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছি। এটা আমার জন্য আনন্দের খবর। একুশে পদক ছাড়া রাষ্ট্রের সর্বোচ্চ সবগুলো পুরস্কারই পেয়েছি। চলচ্চিত্র পুরস্কার পাবো আশা ছিলো। সেই আশা পূরণ হলো।’

(দ্য রিপোর্ট/পিএস/মে ১৮, ২০১৭)