দ্য রিপোর্ট প্রতিবেদক : সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটে বাংলাদেশের যোগদান ‘জোট নিরপেক্ষতা’ নীতির বিপদজনক পদস্খলন বলে  মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে শুক্রবার (১৯ মে) এমন মন্তব্য করা হয়েছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণ এবং সেই জোটের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানকে গুরুতর ভুল পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে এর বিরোধিতাও করেছে দলটি।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং হানাদার বাহিনীকে অস্ত্র, অর্থ, কূটনৈতিক মদদ ইত্যাদি প্রদান করেছিল। একাত্তরের গণহত্যার সহায়তাকারীর দায় থেকে সৌদি আরব মুক্ত নয়। কিন্তু আজ পর্যন্ত সে দেশটি তাদের ভুল স্বীকার এবং সে কারণে ক্ষমা প্রার্থনা করেনি। বরঞ্চ সৌদি সরকার উল্টো জামায়াত-শিবিরসহ স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তির মদদদাতা হিসেবে সক্রিয় রয়েছে।’

বাংলাদেশের জনগণ কয়েক যুগ ধরে ‘জোট নিরপেক্ষতা’র নীতির স্বপক্ষে সংগ্রাম করেছেন উল্লেখ করে বিবৃতিতে আর বলা হয়, ‘সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটে যোগদান দীর্ঘদিনের সেই পরীক্ষিত নীতির একটি বিপদজনক পদস্খলন। সৌদি সামরিক জোটে যোগদান দেশের আন্তর্জাতিক নীতি সম্পর্কে সংবিধানে বর্ণিত নির্দেশনারও বরখেলাফ।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেছেন, ‘তাই এই সামরিক জোটে বাংলাদেশের যোগদানের ঘটনা হলো মুক্তিযুদ্ধের অমর শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননাকর ও মুক্তিযুদ্ধের চেতনা-ধারার পরিপন্থী।’

(দ্য রিপোর্ট/সাআ/আরএমএম/জেডটি/মে ১৯, ২০১৭)