দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে জাহিদুল ইসলাম (১৫) নামের এক কিশোর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে।

শুক্রবার (১৯ মে) রাত ১০টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জাহিদের পরিচিত ইমন জানান, যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্প ছনটেক এলাকার রাস্তায় আহতাবস্থায় পড়ে থাকতে দেখে জাহিদকে  উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদের চাচাতো ভাই মো. আইয়ুব আলী জানান, তারা যাত্রাবাড়ী ছনটেক এলাকায় থাকেন। স্থানীয় একটি ফ্যান কারখানায় চাকরি করতো জাহিদ। কেন বা কারা তাকে হত্যা করেছে তা তিনি জানাতে পারেননি।

জাহিদ পটুয়াখালির গলাচিপা উপজেলার ফোরকান হাওলাদারেরর সন্তান ।

যাত্রাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেছেন, ‘জাহিদের মৃত্যু সংবাদ আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/আরএস/জেডটি/ এনআই/মে ২০, ২০১৭)