দ্য রিপোর্ট ডেস্ক : দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রে কিতোভা টেনিসে ফিরছেন সেই উইম্বলডন দিয়েই। সাত মাস পর। পেত্রা কিতোভাকে ছুরির আঘাতে সাত মাস টেনিস কোর্টের বাইরে থাকতে হয়েছিল।

বাড়িতেই ছিলেন কিতোভা। হঠাৎই তার বাড়িতে ঢুকে পরে কিছু অপরিচিত লোক। ঘটনা খতিয়ে দেখে মনে করা হয়েছিল চুরির লক্ষ্যেই এসেছিল তারা। সেই সময়ই তারা ছুরি দিয়ে আঘাত করে কিতোভাকে। তার পর সাত মাসের কোর্টের বাইরে চলে যান তিনি। চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছিল তার আঘাতের জায়গায়। যে বাঁ হাত দিয়ে তিনি খেলেন সেই হাতেই আঘাত লেগেছিল। যে কারণে সুস্থ হয়ে ফিরতে বেশ কিছুদিন সময় লেগে গেলো তার।

যতটা সময় লাগা উচিত ছিল সুস্থ হয়ে ফিরতে তার থেকে অনেকটাই দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তিনি। ফ্রেঞ্চ ওপেনেও খেলতে পারতেন তিনি। রবিবার প্যারিসে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। কিন্তু তিনি ফিরছেন উইম্বলডন দিয়ে। ২০১১ ও ২০১৪ সালে উইম্বলডন জিতেছিল কিতোভা।

(দ্য রিপোর্ট/এনপিএস/মে ২৪, ২০১৭)