দ্য রিপোর্ট ডেস্ক : শুরু হয়েছে বিশ্ব টেনিসের অন্যতম সেরা টুর্নামেন্ট ফরাসি ওপেন। এবারের আসরটি শুরু হয়েছে অঘটন দিয়ে। রবিবার (২৮ মে) প্রথম দিনে অঘটনের শিকার হয়েছেন শীর্ষ বাছাই আঞ্জেলিক কারবার। প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন এই জার্মান তারকা।

প্রতিযোগিতায় কারবার হেরে গেছেন র‌্যাংকিংয়ে ৪০তম রাশিয়ার ইকাতেরিনা মাকারোভার কাছে ৬-২, ৬-২ গেমে। এক ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ে শেষ পর্যন্ত পেরে ওঠেননি তিনি। অবশ্য গত বছরও এই আসরের প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন তিনি।

এই হারে কারবারের র‌্যাংকিংয়েও প্রভাব পড়তে পারে। হারাতে পারেন শীর্ষ স্থানও।

সন্তানসম্ভবা সেরেনা উইলিয়ামস ফরাসি ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তাই শীর্ষ বাছাই হয়ে এই আসরে অংশ নেন গত বছর অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন জেতা কারবার। কিন্তু সুখকর হয়নি তা।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/মে ২৯, ২০১৭)