দ্য রিপোর্ট প্রতিনিধি : খাগড়াছড়িতে পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হলো জেলার রামগড় উপজেলার নূরনবী (১৪) ও মো. হোসেন (১০)।

রবিবার (১৮ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নাকাপা বুদুমছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার গোলাম মোস্তাফার ছেলে।

রামগড় উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে গোলাম মোস্তফার বাড়ি ওপরে পড়ে। এতে তার দুই ছেলে ঘুমন্ত অবস্থায় মাটিতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়।

এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক রাশেদুল ইসলাম নিহত পরিবারকে ২০ হাজার টাকা দিয়েছে। পাশাপাশি ৫টি আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭৫টি পরিবার আশ্রয়কেন্দ্রে রয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এম/জুন ১৮, ২০১৭)