দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবারের (১৮ জুন) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। এ দিন কোম্পানির ইউনিটের দর বেড়েছে ৮.১৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের সমাপনী মূল্য ছিল ৮.৬ টাকা। যা রবিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৯.৩ টাকায়।

টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৪.২১ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.১৪ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৭২ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩.৫৪ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৩.৪৮ শতাংশ, নূরানি ডাইংয়ের ২.৯১ শতাংশ, ঢাকা ব্যাংকের ২.৮৬ শতাংশ, আরগন ডেনিমসের ২.৪৭ শতাংশ ও জেনারেশন নেক্সট ফ্যাশনের ২.২২ শতাংশ দাম বেড়েছে।

দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/আরএ/জুন ১৮, ২০১৭)